নিউজ ডেস্ক: শ্যালকের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনা ঘটলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ জিয়াগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আক্রান্ত যুবককে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা করে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে ওই যুবককে কোপানো হয়েছে। আক্রান্ত যুবকের নাম সঞ্জিত মণ্ডল। তাঁর বাড়ি জিয়াগঞ্জ থানার বাগডহর চাঁইপাড়া। অভিযুক্তের নাম উত্তম মণ্ডল। সে আক্রান্ত যুবকের শ্যালক বলেই জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তম ফোন করে সঞ্জিতকে মদের আসরে ডাকে। সঞ্জিত মদের আসরে যোগ দিয়ে প্রচুর মদ্যপান করে। এরপর সে নেশাগ্রস্ত হয়ে পড়লে উত্তম হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মদের আসর থেকে কোনওরকমে নিজের সাইকেলে চেপে পালিয়ে আসে সঞ্জিত।
কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ফুলতলা বাসস্ট্যান্ডের সামনে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সঞ্জিতকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।