নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআইয়ের তদন্ত এখনও শেষ হয়নি। ১৭টি পুরসভায় দুর্নীতির অভিযোগ রয়েছে অয়নের বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। এর আগেই ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেও, সিবিআই মামলায় জেলমুক্তি আটকে ছিল। আদালতের পর্যবেক্ষণ, ১১ মাস যথেষ্ট নয়—তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত জামিন নয়। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার জামিন না-পাওয়ার তালিকায় অয়ন শীলের নামও জুড়ল।