নিউজ ডেস্ক: হরিয়ানার বাহাদুরগড়ে আত্মঘাতী হলেন দিল্লি পুলিশের এক প্রাক্তন হেড কনস্টেবল। আত্মঘাতী ওই প্রাক্তন পুলিশ কর্মীর নাম – নরেন্দ্র। বুধবার সকালে তিনি আত্মঘাতী হন। নিজের লাইসেন্স রিভলবার থেকে গুলি করে তিনি আত্মঘাতী হয়েছে। কেন তিনি আত্মঘাতী হলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
ইন্সপেক্টর কৃষ্ণ কান্ত বলেছেন, “বুধবার সকাল ৮টা নাগাদ আমরা নরেন্দ্র নামে এক ব্যক্তির সম্পর্কে একটি ফোন পাই, যিনি ১১৮৫ নম্বর ফ্ল্যাটে থাকতেন। প্রতিবেশীরা জানায়, দরজা খোলা যাচ্ছিল না, আমরা যখন ভেতরে যাই, তখন আমরা দেখতে পাই সে আত্মহত্যা করেছে। তার পরিবার এসে পৌঁছেছে এবং তারা তাদের অভিযোগ দায়ের করার পরে, আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”