নিউজ ডেস্ক: পুতিন-ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপের পর রাশিয়ার ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতির খবরে আশার আলো দেখা গেলেও, ইউক্রেনের দাবি– হামলা থামেনি। জেলেনস্কি বলেন, “কিয়েভসহ বিভিন্ন শহরে সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।” যদিও হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া আপাতত পরিকাঠামো ও শক্তিকেন্দ্রে হামলা বন্ধ রাখবে। পুতিন নাকি জানিয়েছেন, যুদ্ধবিরতি সম্ভব যদি পশ্চিম ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে। রবিবার ফের আলোচনা হবে জেদ্দায়। যদিও জেলেনস্কির অভিযোগ, রাশিয়া এখনও নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে যুদ্ধবিরতির ঘোষণায় বিভ্রান্তি থেকেই যাচ্ছে।