নিউজ ডেস্ক: আইপিএল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। তবে প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ সালের শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে তাঁর উপর। তাই ২৩ মার্চ প্রথম ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন হার্দিক ও কোচ মাহেলা জয়বর্ধনে। এর আগে একবারই মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। হার্দিক বলেন, “সূর্য অভিজ্ঞ ক্রিকেটার, ভারতীয় দলেরও অধিনায়ক। ওর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে মুম্বই শিবিরে।