নিউজ ডেস্ক: কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। তবে তার পালটা জবাব দিতে সময় নিল না ভারত। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রক সাফ জানায়, “মিথ্যা প্রচার বন্ধ করে পাকিস্তানের উচিত ভারতের ভূখণ্ড থেকে অবিলম্বে অবৈধ দখল মুক্ত করা।”
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। অথচ পাকিস্তান সেখানে ক্রমাগত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক মহলকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু সারা বিশ্ব জানে, এই অঞ্চলের প্রকৃত সমস্যা হল পাকিস্তানের সীমান্তপারে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা ও সক্রিয় সহযোগিতা।”
সম্প্রতি মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, “পাকিস্তানের সঙ্গে শান্তি স্থাপনের প্রতিটি প্রচেষ্টা প্রতারণা ও বৈরিতার মুখে পড়েছে। আশা করি, ইসলামাবাদের নেতৃত্ব ভবিষ্যতে বাস্তবতার স্বরূপ বুঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে এগোবে।”
পালটা প্রতিক্রিয়ায় পাকিস্তান মোদীর বক্তব্যকে “একপাক্ষিক ও বিভ্রান্তিকর” বলে দাবি করে। তাদের অভিযোগ, ভারত পাকিস্তানি ভূখণ্ডে গোলযোগ ছড়াচ্ছে এবং জম্মু ও কাশ্মীরে “রাষ্ট্রীয় নির্যাতন” চালাচ্ছে। এমনকি বিদেশের মাটিতে টার্গেট কিলিং ও ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার অভিযোগও তোলে ইসলামাবাদ।
তবে জয়সওয়াল আবারও কড়া ভাষায় জানান, “পাকিস্তান ফের জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে, পাকিস্তান নিজেই এই অঞ্চলে অশান্তি ছড়ানোর মূল উৎস।”
ভারত স্পষ্ট করে জানিয়ে দিল— কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, এবং পাকিস্তানের মিথ্যা প্রচারে সেভাবে কোনো প্রভাব পড়বে না।