নিউজ ডেস্ক: বর্তমানে পুরদস্তুর রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মেয়ে এখন হিমাচল প্রদেশের মন্ডী কেন্দ্রের বিজেপি সাংসদ। মডেলিং জগৎ থেকে মুম্বইয়ের টিনসেল টাউনে প্রবেশ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। এরপর ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করে সকলের নজরে আসেন বলিউড কুইন। কিন্তু হিমাচল প্রদেশ থেকে বলিউডে এসে পাকাপাকি জায়গা তৈরি করা থেকে সংসদের যাত্রা ছিল বড়ই কঠিন। একসময় নাকি মৃত্যুর আশঙ্কা ঘিরে ধরেছিল কঙ্গনাকে! প্রায় নিশ্চিত ছিলেন, তাঁর মৃত্যু হবেই। কেউ বাঁচাতে পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের লড়াই নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা। কঙ্গনার কথায়, “গ্যাংস্টার’-এ সুযোগ পাওয়ার আগে আমি বহু ছবিতে অডিশন দিয়েছিলাম। তবে আমি ৯৯ শতাংশ নিশ্চিত ছিলাম, আমি ভিড়ে হারিয়ে যাব, অথবা মরেই যাব। কারও চোখেই হয়তো আমি পড়ব না।” তবে না । হারিয়ে যান নি তিনি। বরং উচ্চতার শিখরে পৌঁছেছেন ‘সেলুলয়েডের ইন্দিরা গান্ধী’।