নিউজ ডেস্ক: ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আরও কড়া লালবাজার। এবার অভিযুক্ত ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। ইতিমধ্যেই অভিবাসন দফতরকেও এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলে খবর। বুধবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে।
সূত্রের খবর, ১২০ জন বাংলাদেশি নাগরিক এদের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল। তাঁদের মধ্যে অধিকাংশই বর্তমানে বেপাত্তা। চার্জশিটে তাঁদের ‘ফেরার’ দেখিয়ে এবার পাকড়াও করতে তৎপর লালবাজার। ৬৯ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে অভিবাসন দফতরকেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
মৌলবাদীদের অত্যাচারে বাংলাদেশ অশান্ত হতেই ওপার বাংলার বাসিন্দারা কোনওমতে ভারতে প্রবেশের চেষ্টা শুরু করে। সেই সময়ই ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পায় পুলিশ। প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, গত কয়েকবছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য নূন্যতম ২ লক্ষ টাকা নিত এই চক্রের মাথা। এরপরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।