নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর অভিযোগ, সুনীতা উইলিয়ামসের নাম পরিবর্তন করেছেন মমতা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, “মুখ্যমন্ত্রী ভুল কথা বলছেন। তিনি সুনীতা উইলিয়ামসের পরিবর্তে সুনিতা চাওলার নাম নিয়েছেন, এটা আমাদের দেশের মেয়ের অপমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুনীতা উইলিয়ামসের নাম পরিবর্তন করেছেন, এটা লজ্জাজনক।” এমনকি মুখ্যমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত, বুধবার বিধানসভায় মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বাকি নভোশ্চরদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, যে ভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।’ তাঁর সংযোজন, ‘সুনীতা উইলিয়ামসের ভারতরত্ন পাওয়া উচিত’।
২৮৬ দিনের অপেক্ষা শেষ। প্রায় ১৭ ঘণ্টার যাত্রা শেষে ভারতীয় সময় বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ ফ্লোরিডা উপকূলে অবতরণ করে স্পেসএক্স-এর ড্রাগন মহাকাশযান। ফিরলেন সুনীতা উইলিয়ামস বুচ উইলমোর সহ বাকি ২ নভোশ্চর। আপাতত নাসার স্পেশাল কক্ষে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকবেন সুনিতারা।
আসলে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে শারীরিক জটিলতার সৃষ্টি হয় মহাকাশচারীদের। সুনিতারাও ব্যতিক্রম নন। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে কমতে পারি ইমিউনিটি পাওয়ার, পৃথিবীর জীবাণুতে সংক্রমণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একমাত্র কোয়ারেন্টাইনই ভরসা। এইজন্য সুনিতাদের ৪৫ দিন কাটাতে হবে নাসার বিশেষ কক্ষে।