নিউজ ডেস্ক: আগামী ১ বছর কোন পথে চলবে RSS। সেই বৈঠকের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আরএসএস প্রচার প্রমুখ সুনীল অম্বেকর। তিনি জানান, প্রতিনিধি সভায় দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হবে। একটি বাংলাদেশ। অন্যটি সঙ্ঘের শতবর্ষ উদযাপন।
২০২৫ সালের বিজয়া দশমী থেকে ২০২৬ সালের বিজয়া দশমী পর্যন্ত আরএসএসের শতবর্ষে সঙ্ঘ কী কাজ করবে, তা সবিস্তারে আলোচনা হবে। চর্চা হবে পঞ্চ পরিবর্তন নিয়ে। কী এই পঞ্চ পরিবর্তন? তা হল, নিজের জীবনশৈলীকে উন্নত করা, সামাজিক সম্প্রীতি রক্ষা করা, চারপাশের পরিবেশ রক্ষা করা, সামাজিক ও নাগরিক কর্তব্য পালন করা এবং চিরাচরিত পারিবারিক মূল্যবোধকে আত্মস্থ করা।
২১ তারিখ সকাল ৯টায় ভারতমাতার পুজো করে শুরু হবে আলোচনা। চলবে ২৩ তারিখ সন্ধে পর্যন্ত। এবং এই তিনদিনেই ঠিক হবে, বাংলাদেশ নিয়ে আগামী দিনে কোন পথে এগোবে সংগঠন। ফলে, বাংলাদেশে যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, তখন বেঙ্গালুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে আরএসএস।