নিউজ ডেস্ক: আগামী ৬ এপ্রিল রামনবমী। এবার রামনবনীকে কেন্দ্র করে পূর্ণ উদ্যমে উদযাপন করতে পরোক্ষভাবে আগ্রহী বিজেপি এবং আরএসএস-এর একাংশ। বিষয়টি নিয়ে আলোচনা চলছে নানা স্তরে। অন্যদিকে কোমর বাঁধছে পুলিশও।
রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে শেষ রামনবমী আগামী ৬ এপ্রিল। তায় আবার রামনবমী এবং বিজেপির প্রতিষ্ঠাদিবসের তারিখও এ বার মিলে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাসে রামনবমী উদ্যাপনের সব আয়োজনকে এ বার ছাপিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সঙ্ঘ পরিবার।
তবে, আরএসএস বা সঙ্ঘের সহযোগী সংগঠনের ব্যানারে কোথাও কোনও আয়োজন হচ্ছে না। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘের ছাতার তলায় থাকা বিভিন্ন সংগঠনের কর্মীরাই রামনমবমী উদ্যাপনের আয়োজনে শামিল হচ্ছেন। শামিল হচ্ছেন বিজেপি কর্মীরাও। কিন্তু সঙ্ঘ বা বিজেপির ব্যানারে নয়। কোথাও আয়োজকের নাম ‘রামনবমী উদ্যাপন সমিতি’। কোথাও আবার ‘জয় শ্রীরাম কমিটি’।
২০২৫ সালের রামনবমী উদ্যাপনকে ‘সামাজিক উৎসবে’র চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ধর্মীয় উদ্যাপনের গায়ে কোনও নির্দিষ্ট সংগঠনের ছাপ যাতে না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। অতএব, আরএসএসের তরফ থেকে আয়োজনের বৈশিষ্ট্যের বিষয়ে কোনও নির্দেশিকাও থাকছে না।
এদিকে, ওই দিন নিরাপত্তা নিয়ে আগে থেকেই পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। বুধবার পার্ক সার্কাস সাত মাথার মোড়ে ট্রাফিক পুলিশ কর্মীদের সমাবেশে তিনি নিরাপত্তারক্ষা নিয়ে মন্তব্য করেন। অতীতে রামনবমীকে কেন্দ্র করে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গোলমালের ঘটনা ঘটেছে। সেদিকে লক্ষ্য রেখেই পুলিশি সতর্কতা।