নিউজ ডেস্ক: জাল নোট পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছিল এক মহিলা। জঙ্গিপুর মহকুমা আদালতে মামলা চলছিল। সেই মামলায় বুধবার সাজা ঘোষণা হল। দোষী মহিলাকে পাঁচ বছরের সাজা শোনালো আদালত। জানা গিয়েছে, জাল নোট পাচারে এই প্রথম ওই আদালতে মহিলার সাজা ঘোষণা হল।
জানা গিয়েছে, ২০১১ সালের ১১ ডিসেম্বর গ্রেফতার হয়েছিল সাঞ্জিমা খাতুন নামে বছর ৩০-এর ওই মহিলা। ফরাক্কা বাসস্ট্যান্ড এলাকায় সে ঘোরাঘুরি করছিল। পুলিশের তাঁকে দেখে সন্দেহ হয়। তাঁকে আটক করে শুরু হয় তল্লাশি। তাঁর কাছ থেকে পাওয়া যায় প্রায় চার লক্ষ জাল টাকা। ওই মহিলার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার পুরাতন বাবুপাড়াতে। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।
ওই মহিলা দীর্ঘ সময় ধরে জাল নোট কারবারের সঙ্গে জড়িয়ে। সেই কথা জানতে পারেন তদন্তকারীরা। জঙ্গিপুর মহকুমা আদালতে শুরু হয় বিচারপ্রক্রিয়া। তিন বছরের বেশি সময় ধরে বিচারক অনীলকুমার প্রসাদের এজলাসে ওই মামলার শুনানি চলে।
বুধবার বিচারক ওই মহিলাকে দোষী সাব্যস্ত করেন। তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। না দিলে অনাদায়ে আরও ছ’মাস জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালতের সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই প্রথম জাল নোট পাচার কাণ্ডে ওই আদালতে কোনও মহিলার সাজা ঘোষণা হল।