নিউজ ডেস্ক: গরমের অস্বস্তি এখনও কাটেনি, গুমোটভাবও রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে পূর্বাভাস অনুযায়ী আগামী ২২ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে গরম। কয়েকদিন আগেই কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়। যদিও আবহাওয়াবিদরা বলছেন আজ বৃহস্পতিবার বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এমনকী কালোবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২১ মার্চ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ২২ মার্চ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২১ ও ২২ মার্চ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য আপাতত সতর্কতা রয়েছে। ২০-২১ মার্চ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যেহেতু ওই সময় উত্তাল থাকবে সমুদ্র।
অন্যদিকে শহর কলকাতায় কাল রাতের তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। কাল দিনের তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের সামান্য নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৩১ থেকে ৯১ শতাংশ।