নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এছাড়াও জখম হয়েছেন একজন। মৃতের নাম শান্তনু জানা (১৮)। তাঁর বাড়ি তমলুক থানার শিমুলিয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত ভাণ্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কে শান্তনুকে ধাক্কা মারে লরিটি।
জানা গিয়েছে, এদিন সকালে সাইকেলে চড়ে তমলুকে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাচ্ছিল সে। পথেই লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এছাড়াও আরও একজন জখম হয়েছেন।