নিউজ ডেস্ক: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনের জবাবে আরও শক্তিশালী জোট গড়ে তুলতে উদ্যোগী হয়েছে আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট ‘স্কোয়াড’। সম্প্রতি দক্ষিণ চিন সাগরে লাল ফৌজের সামরিক মহড়া এবং কৃত্রিম দ্বীপে ঘাঁটি তৈরির ঘটনায় উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক মহলে। সেই সঙ্গে তাইওয়ান সীমান্তে চিনা যুদ্ধবিমান ও রণতরীর অনুপ্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে স্কোয়াড জোট সম্প্রসারণে এবার ভারতের দিকে হাত বাড়াতে চলেছে ওয়াশিংটন।
আগে বাইডেন প্রশাসনের সময়ে ভারতকে এই জোটে অন্তর্ভুক্ত না করলেও, ট্রাম্প জমানায় কৌশল বদল স্পষ্ট। জানা গেছে, এবার স্কোয়াডে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে ভারত ও দক্ষিণ কোরিয়াকে। বিষয়টি সামনে এসেছে ফিলিপিন্স সেনাপ্রধান জেনারেল রোমিও এস ব্রাওনারের বক্তব্যে। দিল্লিতে এক সামিটে তিনি বলেন, “আমাদের শত্রু এক—চিন। তাই ভারতের মতো শক্তিশালী দেশের সঙ্গে একজোট হওয়া এখন সময়ের দাবি।”
উল্লেখ্য, কোয়াড জোটে ভারত আগে থেকেই যুক্ত থাকলেও, সেই জোটের ভূ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কৌশল অনেকাংশেই আলাদা। ভারত বরাবরই নিজস্ব পররাষ্ট্রনীতির উপর জোর দিয়েছে, যা সবসময় পশ্চিমা জোটের ছাঁচে পড়ে না। তবে বর্তমান পরিস্থিতিতে চিনের আগ্রাসন মোকাবিলায় স্কোয়াডে ভারতের অংশগ্রহণ বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে বড় বার্তা হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দিল্লি যদি এই আহ্বানে সাড়া দেয়, তাহলে চিনের দাদাগিরির মোকাবিলায় এক নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হবে।