নিউজ ডেস্ক: বর্তমানে দীঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ ধাম। আর এবার সেই জগন্নাথ ধামের পাশেই পর্যটকদের কাছে নতুন আকর্ষণ বাড়াচ্ছে ট্রেন রেস্তোরাঁ। দিঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব এই ট্রেন রেস্তোরাঁ। দেখলে মনে হবে এক ট্রেনের বগি। এক কামরা ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্তোরাঁ । ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে রাস্তার পাশে বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট।
জানা গিয়েছে, রেলের তরফ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এক কামরার ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের আশ্বাত নিতে পারবে দিঘায় আগত পর্যটকরা। ট্রেনে করে এখানে এলে স্টেশনের ঢোকার মুখেই এই অভিনব রেলের কামরা রেস্তোরাঁ দেখতে পাবেন পর্যটকরা।
ইন্ডিয়ান, চাইনিজ, থেকে বাঙালি থালি, বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় এ এক অন্য অনুভূতি। এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলেন, “আমরা একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।” আগত এক পর্যটক বলেন, “আমি এখানে খেতে এসেছিলাম। খুব ভাল খাবার।”