নিউজ ডেস্ক: জন এফ কেনেডির হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার ১,১২৩ পাতার গোপন নথি প্রকাশ করল আমেরিকা। ট্রাম্প সরকারের ঘোষণামতো প্রকাশিত এই নথিতে উঠে এসেছে সিআইএ-র প্রাক্তন সদস্য গ্যারি আন্ডারহিলের নাম। অভিযোগ, কেনেডির হত্যার পেছনে সিআইএ জড়িত—এই বিস্ফোরক দাবি করেছিলেন গ্যারি। নথিতে ইঙ্গিত, এরপর থেকেই তিনি নিজের প্রাণের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এফবিআই মেমোতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পরদিনই তিনি ওয়াশিংটন ছেড়ে যান এবং কিছুদিনের মধ্যেই নিজের অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ পাওয়া যায়। গ্যারির মৃত্যু ঘিরে নতুন করে রহস্য ঘনীভূত হচ্ছে কেনেডি হত্যাকাণ্ডের ষড়যন্ত্র নিয়ে।