নিউজ ডেস্ক: তিলোত্তমা-কাণ্ডে নতুন মোড়। কলকাতা হাইকোর্টে মামলা ফিরতেই গতি পেল সিবিআই তদন্ত। বুধবার তিলোত্তমার মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারকে। এবার ঘটনার দিন কোন নার্সরা ডিউটিতে ছিলেন, তা জানতে সিজিও কমপ্লেক্সে সাতজন নার্সকে তলব করেছে সিবিআই। তদন্তকারী অফিসার সীমা পাহুজার নির্দেশে আজ থেকে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। তিলোত্তমার পরিবার শুরু থেকেই সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে বলেছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ হয়নি। সেই অভিযোগেই হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরা। সুপ্রিম কোর্টের অনুমতির পর ফের শুরু হয়েছে শুনানি। স্বাস্থ্যসচিব নিজে গিয়ে শংসাপত্র তুলে দেওয়ার পর এবার নার্সদের তলব, তদন্তে নতুন দিশার ইঙ্গিত বলেই মনে করছে নানামহল।