নিউজ ডেস্ক: একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিযেছে ভারত। এর পরেই রোহিত শর্মাদের জন্য বিরাট আর্থিক পুরস্কারের ঘোষণা করল বিসিসিআই। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৫৮ কোটি টাকা।
বিসিসিআই জানিয়েছে, এই পুরস্কার শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই নয়, কোচ গৌতম গম্ভীর, তাঁর কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ এবং নির্বাচক দলের সদস্যরাও পাবেন। তবে কাকে কত অর্থ বরাদ্দ করা হবে, তা বোর্ড এখনও স্পষ্ট করেনি।
গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল। তখন মূল দলে থাকা প্রতিটি ক্রিকেটার পেয়েছিলেন ৫ কোটি টাকা করে। কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল যথাক্রমে ৫ কোটি ও আড়াই কোটি টাকা করে। নির্বাচকরা পেয়েছিলেন ১ কোটি টাকা করে। এমনকি থ্রোডাউন স্পেশালিস্ট, ফিজিও ও কন্ডিশনিং কোচরাও পেয়েছিলেন পুরস্কার।
ক্রিকেট মহলের ধারণা, এবারও পুরস্কারের বণ্টন হবে সেই ধাঁচেই। যদিও পুরস্কারের অঙ্ক হবে তুলনামূলকভাবে কিছুটা কম। তবুও এত বড় অঙ্কের পুরস্কার দেশের ক্রিকেটারদের উৎসাহ বাড়াবে বলেই মত বিশ্লেষকদের।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, “পরপর আইসিসি ট্রফি জেতা সত্যিই অসাধারণ সাফল্য। এটি ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।”