নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বারবার খারিজ হওয়ার কারণ জানতে চেয়ে সিবিআইকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রায় দুই বছর ধরে জেলবন্দি পার্থ, যেখানে মামলার অন্য অভিযুক্তরা ইতিমধ্যেই জামিনে মুক্ত। হাইকোর্টে জামিন না পেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। আদালত সিবিআইকে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা সহ হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য, যিনি কোটি টাকার লেনদেনের তথ্য তুলে ধরেছেন। অসুস্থ পার্থের চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তর ও মেডিক্যাল বোর্ড গঠনের আবেদনও জানানো হয়েছে। এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর।