নিউজ ডেস্ক: বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে যে উত্তাপ ছড়িয়েছিল গতকাল, বৃহস্পতিবার তাঁর আঁচ পড়ল বিধানসভার অধিবেশনেও। বিরোধী দলনেতার উপর হামলা চালানোর অভিযোগে বিধানসভায় প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হল বিজেপি। একই সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানানো হচ্ছে। যা নিয়ে একেবারে রণক্ষেত্র বিধানসভা চত্বর।
বিজেপি বিধায়কদের বৈঠকে শামিল রয়েছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পালরা। রাস্তায় কুশপুতুলও পোড়ানো হয়। কাগজ ছেঁড়ার দায়ে স্পিকার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করলেও, এত বড় ঘটনায় তাঁর কোনও প্রতিক্রিয়া নেই বলে তোলা হয় অভিযোগ।
একইসঙ্গে শুভেন্দু অধিকারীর ওপর হামলার ঘটনায় শঙ্কর ঘোষ বলেন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে তাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানি হতে পারত। যেভাবে আক্রমণ করা হয়েছে তা মোটেই কাম্য ছিল না। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন শিলিগুড়ির বিজেপি বিধায়কের।
প্রসঙ্গত, বুধবার বারুইপুরে তৃণমূল এবং বিজেপি-র জোড়া কর্মসূচি ছিল বারুইপুরে। সেখানে শুভেন্দু পৌঁছলে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাঁকে দেখানো হয় কালো পতাকাও। সেই নিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তাঁকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে দাবি করেন।