নিউজ ডেস্ক: প্রতিদিন ভোরের ট্রেনে চুরি করে দক্ষিণ ২৪ পরগনার উস্তির গাজিপাড়ার বাড়িতে ফিরে যাওয়াই ছিল গিয়াসউদ্দিন গাজির প্রাত্যহিক কাজ। একইভাবে রবিবার ভোরেও শিয়ালদহের ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত রাজেশ পাল ও তাঁর স্ত্রীর ব্যাগ চুরি করে সরে পড়ে সে। ব্যাগে সোনার বালা, চার হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল।
ব্যাগটি এমন সময় চুরি যায় যে সে সময় রাজেশবাবু অভিযোগ করার সময় পাননি। সে সময় তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিলং যাচ্ছিলেন। তবে কলকাতা পুলিশের এসআই রাজেশবাবু শিয়ালদহ ট্রাফিক গার্ডে তার সহকর্মীকে বিষয়টি জানালে তিনি জিআরপিতে অভিযোগ করেন।
এরপর অভিযোগের ভিত্তিতে বুধবার মাঝরাতে শিয়ালদহ স্টেশন থেকে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারও করা হয়।