নিউজ ডেস্ক: ভারত সফরে এসে কূটনৈতিক আলোচনার ফাঁকে এক ভিন্ন মেজাজে ধরা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। দিল্লির রাস্তায় কিংবদন্তি কপিল দেবের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল তাঁকে। একদিকে ছিলেন কপিল ও লাক্সন, অপরদিকে প্রাক্তন কিউয়ি ক্রিকেটার রস টেলর ও আজাজ প্যাটেল। স্লিপে দাঁড়িয়ে কপিলের বলে ক্যাচ ধরলেন লাক্সন, যা দেখে হতবাক প্রতিপক্ষ। পরে অনুরাগীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন—”ভারতে দাঁড়িয়ে কিউয়িদের জেতানোর চেষ্টা করছি।”
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় লাক্সন রসিকতা করে বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার বা টেস্টে জয় নিয়ে আলোচনা না করাই ভালো—সম্পর্ক আরও দৃঢ় হবে।”