নিউজ ডেস্ক: আঙুলে চোট। সেই কারণে ৬ সপ্তাহ ধরে মাঠের বাইরে সঞ্জু স্যামসন। সেই কারণে রাজস্থান রয়্যালসের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, প্রথম তিন ম্যাচ সঞ্জুর বদলে দলকে নেতৃত্ব দেবেন তরুণ ভারতীয় ক্রিকেটার রিয়ান পরাগ। আর সঞ্জু খেলবেন স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে। যেহেতু উইকেটকিপিং বা ফিল্ডিং করবেন না সঞ্জু, সেক্ষেত্রে শুধু ব্যাটার অথবা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন তিনি। পুরো ফিট হলে তবেই নেতৃত্ব দেবেন দলকে, এমনটাই জানিয়েছেন সঞ্জু।