নিউজ ডেস্ক: এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, নাবালিকার স্তন চেপে ধরা বা পায়জামার ফিতে ছিঁড়ে দেওয়া ঘটনা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়, বরং আইনের চোখে এটি গুরুতর যৌন নিপীড়ন। ২০২১ সালে উত্তরপ্রদেশের কাসগঞ্জে ১১ বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পবন ও আকাশ নামে দুই যুবকের বিরুদ্ধে। প্রথমে IPC ৩৭৬ ও পকসো আইনের ১৮ ধারায় মামলা হয়। পরে অভিযুক্তরা চার্জ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বিচারপতি রামমনোহর মিশ্র নির্দেশ দেন, IPC ৩৫৪বি ও পকসো আইনের ৯/১০ ধারায় বিচার চলবে।