নিউজ ডেস্ক: ছত্তীসগড়ের বিজাপুর ও কাঁকের জেলায় মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে দুই জেলায় পৃথক সংঘর্ষে মোট ২২ জন মাওবাদী নিহত হয়েছে। অভিযানে শহিদ হয়েছেন এক নিরাপত্তাকর্মী। গুরুতর আহত আরও দু’জন জওয়ান।
বিজাপুর জেলার গঙ্গালুর থানার অন্তর্গত এলাকায় সকাল ৭টা নাগাদ রাজ্য টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে গেলে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে ১৮ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী।
অন্যদিকে, কাঁকের জেলার কোরোস্কোডো গ্রামের কাছে আরও একটি অভিযানে চার মাওবাদী নিহত হয়। দুই এলাকাতেই এখনও অভিযান অব্যাহত রয়েছে। গত মাসেই বিজাপুরের ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল। ওই ঘটনায় দুই নিরাপত্তাকর্মী প্রাণ হারান।
চলতি বছরে ছত্তীসগড়ে এখনও পর্যন্ত ২০০-রও বেশি মাওবাদী নিহত হয়েছে নিরাপত্তাবাহিনীর হাতে। জানুয়ারিতে সাফল্য আসে কুখ্যাত মাওবাদী নেতা জয়রাম রেড্ডি ওরফে চলপতিকে খতম করার পর। যার মাথার দাম ছিল ১ কোটি টাকা।
প্রশাসনের দাবি, ২০২৪ সালে ছত্তীসগড়ে মোট ২১৯ মাওবাদী নিহত হয়, যাদের মধ্যে ২১৭ জনই বস্তার অঞ্চলের অন্তর্গত বিভিন্ন জেলার। এছাড়া ৮০০-র বেশি মাওবাদীকে গ্রেফতার করা হয় এবং প্রায় ৮০০ জন আত্মসমর্পণ করেন।