নিউজ ডেস্ক: UPI লেনদেনে ইনসেনটিভ সুবিধা! হ্যাঁ, এবার ইউপিআই লেনদেনে মিলবে ইনসেনটিভও। তাও আবার দেবে সরকার। UPI পেমেন্ট নিয়ে এমটাই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন UPI লেনদেনে ক্যাশব্যাক মিলত। তবে এবার ব্যবসায় ইউপিআই লেনদেন বাড়াতে ইনসেনটিভ ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্র। জানা যাচ্ছে ২ হাজার টাকার লেনদেন করলেই তার উপরে পাওয়া যাবে ইনসেনটিভ। ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।
জানা যাচ্ছে চলতি অর্থবর্ষে ছোট ব্যবসায়ীদের ২০০০ টাকার লেনদেনের উপরে ০.১৫ শতাংশ করে ইনসেনটিভ দেবে সরকার। ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ১৫০০ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র বলেই খবর। তবে বড় ব্যবসায়ীরা এই ইনসেনটিভের সুবিধা পাবেন না।
কেন্দ্রের তরফে বলা হয়েছে , এই প্রকল্পের অধীনে কোনও ব্যক্তি যদি ব্যবসায়ীকে ২০০০ টাকা পর্যন্ত (পার্সন টু মার্চেন্ট) UPI-র মাধ্যমে টাকা পাঠান, তবে লেনদেনের উপরে ০.১৫ শতাংশ হারে ইনসেনটিভ দেওয়া হবে। এক কথায়, কোনও গ্রাহক ২০০০ টাকা বা তার কমের কেনাকাটা করে ইউপিআই-র মাধ্যমে তাঁকে টাকা পাঠান তাহলে ওই ছোট ব্যবসায়ী ১.৫ টাকা ইনসেনটিভ পাবে। এরমভাবে যেকজন এইভাবে লেনদেন করবে তত ইনসেনটিভ ঢুকবে ব্যবসায়ীর অ্যাকাউন্টে। নগদহীন অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।