নিউজ ডেস্ক: বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগে তেলঙ্গনা পুলিশের কাছে ২৫ জন সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, এই তারকারা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন রানা ডগ্গুবাটি, বিজয় দেবেরকোন্ডা, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মীসহ অনেকে। অভিযোগ, এই প্রচারের ফলে বহু মানুষ বেআইনি অ্যাপে অর্থ বিনিয়োগ করছেন ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রানা ও প্রকাশ রাজ জঙ্গলি রামির, বিজয় A23 ও মাঞ্চু লক্ষ্মী Yolo 247-এর বিজ্ঞাপন করেছেন। এছাড়া প্রণীতা, নিধি আগারওয়াল, বিষ্ণু প্রিয়ার মতো ইনফ্লুয়েন্সারদের নামও রয়েছে তালিকায়।