নিউজ ডেস্ক: মোহনবাগানে শুরু হল নির্বাচনের প্রক্রিয়া। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির হাতে বৃহস্পতিবার ক্লাবের সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এই কমিটিই এবার ক্লাব নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে। কমিটিতে রয়েছেন হাই কোর্টের বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ, বিশ্বব্রত বসু মল্লিক ও অনুপ কুমার মণ্ডল। ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসের দাবি অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন করতে উদ্যোগী হয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। সহ-সভাপতি কুণাল ঘোষ জানিয়েছেন, বর্তমান কমিটি অনৈতিকভাবে একদিনও বেশি ক্ষমতায় থাকতে চায় না। এখন সমস্ত সিদ্ধান্ত নেবে এই নির্বাচন কমিটি।