নিউজ ডেস্ক: নদিয়ার শান্তিপুরে রাস্তার পাশে আবর্জনার মধ্যে থেকে চার বস্তা ভোটার কার্ড উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। কৃষ্ণ কালীতলা এলাকায় স্থানীয়রা প্রথম একটি বস্তা দেখে সন্দেহ করে, কুকুরের টানাটানিতে কার্ড বেরিয়ে আসতেই বিষয়টি প্রকাশ্যে আসে। পরে আরও তিনটি বস্তা থেকে শতাধিক ভোটার কার্ড পাওয়া যায়। কিছু কার্ডে উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়ার ঠিকানা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা—বিজেপি শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, তৃণমূল পাল্টা বিজেপির ষড়যন্ত্র বলছে। পুলিশ ও নির্বাচন কমিশন ঘটনার তদন্তে নেমেছে। কার্ডগুলি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।