নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর তিন দিনব্যাপী অখিল ভারতীয় প্রতিনিধি সভা। ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে এই বৈঠক, যেখানে সঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শুক্রবার সকালে সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ভারত মাতার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বৈঠকের সূচনা করেন। এবছর অক্টোবর মাসে আরএসএস শতবর্ষে পদার্পণ করছে। তাই এই বৈঠকে শতবর্ষ উদযাপন সংক্রান্ত নানা কর্মপরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশজুড়ে আরএসএস-এর সাংগঠনিক সম্প্রসারণ, সামাজিক উদ্যোগ এবং জাতীয় ইস্যুগুলিও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। দেশব্যাপী প্রতিনিধি ও শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে বেঙ্গালুরুতে বৈঠক ঘিরে তৈরি হয়েছে উৎসাহের আবহ।