নিউজ ডেস্ক: ভোররাতে নিবেদিতা সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কাড়ল ৪ জনের। ব্রিজের রেলিং পেরিয়ে নিচে পড়ে জীবনহানি। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ বালি নিবেদিতা সেতু টোল ওয়ে লালবাড়ির সামনে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় চার জনের। টায়ার ফেটে উলটে যায় গাড়ি। নিবেদিতা সেতু থেকে ছিটকে ৪০ ফুট নিচে রাস্তায় পড়েন ৬ শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, চার চাকার ছোট গাড়ি কাপড়ের পেটি বোঝাই করে হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিল। আচমকাই গাড়ির একটি টায়ার ফেটে গিয়ে উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক। গাড়ি উল্টে যাওয়ায় ওই ৬ জনই ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় চল্লিশ ফুট নিচের রাস্তায় পড়ে যায়। গোটা ঘটনাটি নিয়ে বালি পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও সকলের নাম পরিচয় পাওয়া যায়নি।