নিউজ ডেস্ক: শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! নিয়োগ দুর্নীতি মামলায় আর অভিযুক্ত নন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই মামলায় অভিযুক্তের তালিকা থেকে তাঁর নাম সরানোর বিষয়ে মান্যতা দিয়েছে আদালত। কল্যাণময় ‘রাজসাক্ষী’ হওয়ার পরে তাঁকে অভিযুক্তের তালিকা থেকে অপসারণ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনই গ্রাহ্য হল।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের সঙ্গেই অভিযুক্ত ছিলেন তাঁর জামাই কল্যাণময়ও। সম্প্রতি এই মামলায় ‘রাজসাক্ষী’ হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেন তিনি। সেই আবেদন মঞ্জুর হয়। ইডি সূত্রে জানা গিয়েছিল, কল্যাণময় একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে পারেন। কল্যাণময়ের আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেয়, তিনি নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন। নির্দেশ মোতাবেক গত মঙ্গলবার আদালতে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। আর কল্যাণময় ভট্টাচার্য গোপন জবানবন্দি দেওয়ার পরই অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ল তাঁর নাম। ইতিমধ্যেই আদালতে পিটিশন দাখিল করে বিষয়টি জানিয়েছে ইডি।