নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভা শুরু হয়েছে। ভারতমাতার পুজো করে সভার সূচনা করেন সংঘপ্রধান মোহন ভাগবত। তিনদিনের এই সভায় শাখার কার্যক্রম, এবং বিশেষ কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলবে। এছাড়া ২০২৫ সালের বিজয় দশমীতে আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে শাখা সম্প্রসারণ এবং লক্ষ্যগুলি নিয়ে প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
অনুষ্ঠান সূচনার পর প্রেস বিজ্ঞপ্তিতে গত বছরের কাজের প্রতিবেদন উপস্থাপনা করেন অখিল ভারতীয় প্রতিনিধির যুগ্মসাধারণ সম্পাদক মুকুন্দ সিআরকে। গত বছরে কাজের প্রতিবেদনে জয়গা করে নিয়েছে মনিপুর হিংসার ঘটনা। সে কথা তুলে ধরেন মুকুন্দ সিআরকে।
এর সঙ্গে কাজের পর্যালোচনাতে উঠে আসে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে যে ভাষাগত দ্বন্দ্ব সেই বিষয়ও। ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে আরএসএস-এর তরফে।
এছাড়া আরএসএসের তরফে বিস্তারিত একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্যানে ২০২৫ সালে আরএসএস-এর রূপরেখাকে তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, ৫১৫৭০ টি জায়গায় তাদের সভা অনুষ্ঠিত হবে। দৈনিক ৮৩১২৯ শাখায় কাজ চলবে। সাপ্তাহিক কাজ চলবে ৩২১৪৭ টি শাখায়। এবং মাসিক কাজ চলবে ১২০৯১ শাখায়। সব মিলিয়ে মোট ১২৭৩৬৭ শাখায় কাজ চলবে।
তিন দিনের এই সভায় আরএসএস-এর শতবর্ষ পালনের পাশাপাশি, আগামী এক বছরের বিশেষ কার্যবিবরণী নিয়ে প্রতিনিধিদের আলোচনা শুরু হয়েছে। এছাড়াও বাংলাদেশে হিন্দু আক্রমণের ঘটনার পর্যালোচনা চলছে। দেশজুড়ে মহিলাদের নেতৃত্ব বৃদ্ধির বিষয়েও উল্লেখ করা হয় । এছাড়াও পঞ্চ পরিবর্তন নিয়েও আলোচনা হবে প্রতিনিধিদের এমনটাই খবর।