নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে ফের ভাঙন আতঙ্ক! দিন কয়েক আগেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাগীরথী নদীর পাড় সংলগ্ন রাস্তায় ধস নেমেছিল। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই এই এলাকার গঙ্গার টারনিং বা বাঁক হওয়ার জন্য এই রাস্তাটি বারবারই গঙ্গার টানে বসে যাচ্ছিল। শুক্রবার সকালে অল্প বৃষ্টিতেই কয়েক মিটার এলাকা জুড়ে পুরো রাস্তা বসে গিয়েছে।
এই ঘটনায় রঘুনাথগঞ্জের রানিনগরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়েছে। ভাঙা রাস্তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। তবে রাস্তার ওপর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী গাড়ি যাতায়াত।