নিউজ ডেস্ক: আবার শহরে রহস্যমৃত্যু। এবার বিজয়গড়ে ফ্ল্যাটের মধ্যে তরুণীর দেহ উদ্ধার। দরজা ভেঙে দেহ উদ্ধার করল পুলিশ। তবে কোন কারণে, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও অজানা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন ওই তরুণী। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।