নিউজ ডেস্ক: নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার দুপুরের ঘটনায় দিলীপের দাবি, তৃণমূলের প্ররোচনায় বিনা কারণে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছেন কয়েক জন মহিলা।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তখন ওই এলাকার কয়েক জন মহিলারা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন।