নিউজ ডেস্ক: পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা। শান্তিনিকেতন গেলেও পর্যটকদের জন্য মাঝে বন্ধই ছিল বিশ্বভারতীর দরজা। কিন্তু, এবার উঠে যাচ্ছে সেই ‘নিষেধাজ্ঞা’। ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতন আগের মতো ঘুরে দেখতে পারবেন আগত পর্যটকেরা৷ এদিন এই বড় ঘোষণা করে দিয়েছেন বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। এদিন ক্যাম্পাসে কেন্দ্রীয় কার্যালয়ে ‘বিশ্ব ঐতিহ্য ও পর্যটন’ শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা সভা ছিল৷ সেখানেই যোগ দিয়েছিলেন বর্তমান উপচার্য। অনুষ্ঠানের মাঝেই করে দেন নতুন ঘোষণা।
সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল। একটা সময় পর্যটকদের জন্য় বন্ধ হয়ে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দরজা। এদিকে করোনা চলে গিয়েছে। কিন্তু এতদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারতেন না পর্যটকরা। অবশেষে সেই নিয়মের বদল হচ্ছে।