নিউজ ডেস্ক: পাচারের আগেই এসটিএফের জালে ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ কেজি আফিম, যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ ইয়ামুদ্দিন ওরফে টোটন। সে বীরভূমের দুবরাজপুর থানার সজিনা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে ব্যাগভর্তি আফিম নিয়ে সে দুর্গাপুরে আসে এবং সেগুলি নিয়ে দুবরাজপুরে যাচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে সিটি সেন্টারের পিয়ালা কালিবাড়ি সংলগ্ন এলাকায় ফাঁদ পাতে পুলিশ। এরপরই ওই পাচারকারীকে আটক করা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে আফিম উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আফিম দুবরাজপুরের এক পাচারচক্রের পান্ডার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃতকে শুক্রবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।