নিউজ ডেস্ক: বিহার দিবসে বিহারের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন, “আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু, বিহারের সর্বাঙ্গীণ উন্নয়নে আমরা কোনও খামতি রাখব না।”
আসলে ২২ মার্চ দিনটি বিহার দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “বীর ও মহান ব্যক্তিত্বদের পবিত্র ভূমি বিহারের সকল ভাই ও বোনদের বিহার দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রাজ্য, যা ভারতীয় ইতিহাসকে গর্বিত করেছে, এখন নিজস্ব উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে, যেখানে বিহারের পরিশ্রমী এবং প্রতিভাবান মানুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দু এই রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য আমরা কোনও খামতি রাখব না।”