নিউজ ডেস্ক: খড়গপুরে ফের খোশ মেজাজে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। অন্যান্য দিনের মতো শনিবার সকালেও সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। নানা বিষয়ে জানালেন নিজের মনের কথা। শনিবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, “অমিত শাহের নেতৃত্বে দেশে সন্ত্রাসবাদের অবসান ঘটছে। আর বোমার শব্দ নেই, আর মাইন বিস্ফোরণও হচ্ছে না। এটা ভালো যে তিনি সরাসরি বিষয়টিকে লক্ষ্য করেছেন।”
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সুবর্ণ গোস্বামীর বদলির বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “সেই সময়, অভয়া মামলা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল। তবে, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এখন, যখন আবার আন্দোলন শুরু হচ্ছে, তখন যারা বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন তাদের নিশানা করা হচ্ছে।”