নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আজই আবার রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। ১৮ বছরের আইপিএলে কখনও প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি। তবে শনিবার সেই আশঙ্কাই রয়েছে। তাহলে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?
ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যে ৭.৩০ থেকে। বৃষ্টির জন্য সময় নষ্ট হলে প্রথমে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ করানোর। বৃষ্টির কারণে ওভার কমলেও কমপক্ষে ৫ ওভারের ম্যাচ করতেই হবে। নিয়ম অনুযায়ী, রাত ১২.০৬ মিনিটের মধ্যে খেলা শেষ করতেই হবে। যে কারণে ৫ ওভারের ম্যাচ করতে হলে সেটা শুরু করতে হবে রাত ১০.৫৬ মিনিটের মধ্যে। একান্তই যদি খেলা না হয় তা হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।
তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। যা আশা জাগাচ্ছে সকলের মনে। একইসঙ্গে ভরসা দিচ্ছে ইডেনের নিকাশি ব্যবস্থাও। পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে ভারী বৃষ্টি হলেও তা থামার পর খুব বেশি সময় লাগবে না ম্যাচ শুরু করতে।
এ প্রসঙ্গে, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বড় গলায় জানিয়েছেন, ‘বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু হয়ে যাবে।’ সেই আশায় থাকবে শহরের ক্রিকেটপ্রেমীরা।