নিউজ ডেস্ক: জোড়া ফলায় বিদ্ধ হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। পাইপ লাইন ফেটে জল সংকটের মাঝে, ফাটল ধরেছে একাধিক বাড়িতে। ফাটল ধরেছে রাস্তাতেও। অনেক জায়গায় বিছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ লাইন ফেটে যায়। যার ফলে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে শিবপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান হাওড়া পুরসভার আধিকারিক। কিএমডিএ-র (কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি) সাহায্য নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় পাইপ লাইন মেরামতির কাজ। আর সেই ফেটে যাওয়া পাইপ মেরামতি করতে গিয়েই ফের বিপত্তি ঘটে হাওড়ায়। বেলগাছিয়ায় নতুন করে ধস নামায় আরও ফাটল দেখা দিয়েছে জল সরবরাহের পাইপ লাইনে। ধস নেমে ফাটল দেখা দিয়েছে রাস্তা ও মানুষের ঘরবাড়িতেও। আতঙ্কের ঘর ছেড়েছেন বেলগাছিয়ার অনেক বাসিন্দা।
জানা গিয়েছে, সংকট মেটাতে ১৫টি জলের ট্যাঙ্ক পাঠাবে কলকাতা পুরসভার। যতদিন না হাওড়ায় পানীয় জলের সংকট মেটে ততদিন এই পরিষেবা দেওয়া হবে বলেই খবর। পাশাপাশি উত্তরপাড়া থেকেও জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে। মোট ২৮টি ট্যাঙ্ক জল সরবরাহ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের ৩৫০জনকে একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় নতুন করে ধস নামার পরিস্থিতি নেই। কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি প্রশাসনের।