নিউজ ডেস্ক: সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লীতে চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন জামাইবাবু৷ ঘটনায় গুরুতর আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব৷ ইতিমধ্যেই তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন রাজা ও তার পরিবার।
অভিযোগ, সোনারপুর এলাকার মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন প্রায় প্রতিদিনই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সুস্মিতা সেনকে মারধর করেন। জানা যাচ্ছে, শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। স্ত্রীর উপর অত্যাচার করছিলেন সৌরভ। সেই সময় পাশের বাড়িতে থাকা সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব দিদির কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন। দিদিকে বাঁচানোর চেষ্টা করলে জামাইবাবু শ্যালকের কানে কামড় বসিয়ে দেন বলে অভিযোগ৷ শুধু তাই নয়, শ্যালককে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন তিনি। গুরুতর আহত হন রাজা। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।