নিউজ ডেস্ক: শুক্রবার নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছিলেন আশ্রম প্রাঙ্গণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হল। তবে উপাচার্যের ঘোষণার পরও আগের নিয়মই বলবত রাখল বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবীন্দ্র ভবন ছাড়া শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গনে অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না পর্যটক ও সাধারণ মানুষ। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক।
প্রসঙ্গত, গতকালই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতীর প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নব নিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু দু’দিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল হল কেন, উঠছে প্রশ্ন।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে লিখিত বিবৃতি জারি করে জানানো হয়েছে, শান্তিনিকেতনের আশ্রম এলাকাটি এখনই সাধারণ মানুষের অভিগম্য করা হবে না। আগামী দিনে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে সকলকে। এই ধরনের প্রবেশাধিকার যথাযথ পদ্ধতিতে ঠিক হওয়া দরকার। সপ্তাহের কোন দিন, কত সংখ্যক মানুষ প্রবেশ করতে পাবেন, নিয়মকানুন কী হবে, তা চূড়ান্ত হওয়া দরকার আগে।