নিউজ ডেস্ক: আইপিএল-এর শুরুতেই শহরে সক্রিয় টিকিট কালোবাজারির চক্র। সেই চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত এক। গিরিশ পার্ক থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার আরও একজনকে গ্রেফতার করা হলো।
জানা গিয়েছে, টিকিট বিক্রির জন্য সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তা দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন প্রতারিত। আইপিএলের ম্যাচের টিকিটের জন্য প্রতারিত ব্যক্তি নগদ ২০ হাজার টাকা দেন অভিযুক্ত ব্যক্তিকে। পরিবর্তে তাঁকে একটি খাম দেওয়া হয়। কিন্তু খামটি খোলার পর তিনি দেখেন যে, সেখানে দুটি ২ হাজার টাকা দামের টিকিট এবং অন্য দুটি বিনামূল্যে পাওয়া কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি আর ফোন ধরেননি বলে অভিযোগ ওই প্রতারিত ব্যক্তির। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা রুজু হয়েছে।