নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনি। ট্রুডোর আমলে খলিস্তানি চরমপন্থীদের আশ্রয় এবং হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের জেরে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। তবে কারনি সেই পথ থেকে সরে এসে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। দিল্লিও জানিয়ে দিয়েছে, পারস্পরিক বিশ্বাস ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ রয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, কানাডার চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিই সম্পর্ক অবনতির মূল কারণ। কূটনৈতিক মহলের নজর এখন কারনি এই চরমপন্থা রুখতে কতটা কার্যকর পদক্ষেপ নেন, সেদিকেই। সম্পর্কোন্নয়নে তাঁর নীতিই হবে আগামী দিনের মূল নিয়ামক।