নিউজ ডেস্ক: ৫.৩ লক্ষ অভিবাসীর সুরক্ষা প্রত্যাহার করল ট্রাম্প প্রশাসন। আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, হাইতি, ভেনেজ়ুয়েলা, নিকারাগুয়া ও কিউবার প্রায় ৫.৩ লক্ষ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। ২০২২ সালের অক্টোবরের পর এলে, তাঁদের ২ বছরের বসবাস ও কাজের অনুমতি ছিল। তবে আগামী ২৪ এপ্রিল থেকে তা আর কার্যকর থাকবে না। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের স্পনসরশিপ নীতিও বাতিল করা হয়েছে। যদিও এখনও ফেরত পাঠানোর সরাসরি নির্দেশ নেই, তবে অনেকে আশঙ্কা করছেন, তাঁদের ‘অবৈধ’ ঘোষণা করে পরে বিতাড়নের পথ সুগম করা হচ্ছে। এই সিদ্ধান্ত ঘিরে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার অভিবাসী।