নিউজ ডেস্ক: এপ্রিলের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার অর্থাৎ দ্বাদশের প্রথম সেমেস্টারের ক্লাস শুরু হতে চলেছে। ঠিক তার আগে দ্বাদশের ইংরেজির (দ্বিতীয় ভাষা) সিলেবাসে ফের বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
শুক্রবার সংসদ তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইংরেজি সিলেবাসে ভার্জিনিয়া উলফের ‘এ রুম ফর ওয়ান’স ওন’-এর ‘শেক্সপিয়র’স সিস্টার’ গদ্যটি বাদ দেওয়া হয়েছে। বদলে অ্যান্টন চেকভ–এর ‘দ্য বেট’ —গল্পটি আনা হয়েছে। নাটকের ক্ষেত্রে মহেশ দাত্ত্বানির ‘তারা’ নাটকটিও বাদ দেওয়া হয়েছে। তার বদলে আনা হয়েছে জেএম সিঞ্জ-এর ‘রাইডারস টু দ্য সি’।