নিউজ ডেস্ক: বেঙ্গালুরুতে আরএসএসের শীর্ষ বৈঠকে বাংলাদেশ নিয়ে প্রস্তাব পাশ। সেদেশ হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। আন্তর্জাতিক দুনিয়ার হস্তক্ষেপ দাবি। এই সভা থেকে আরও জানানো হয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় আরএসএস কিভাবে কাজ করে চলেছে। এরই সাথে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার কী পরিকল্পনা তা তুলে ধরনে আরএসএস-এর সিনিয়র প্রচারক অরুন কুমার।
এরই সাথে তিনি বাংলাদেশ এবং ভারতের মৈত্রীর বন্ধনের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।
বাংলাদেশে সংখ্যালঘু জনসংখ্যার হার যেভাবে কমছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আরএসএস-এর তরফে।
সারাদেশ জুড়ে মানুষকে জাগ্রত করতে কিভাবে কাজ করছে স্বয়ংসেবক সংঘ, তা পর্যালোচনা করছেন প্রতিনিধিরা। এই বিষয়ে সংঘের তরফে অরুণ কুমার জানান, প্রতিনিধি সভার মূল দুটি কাজ, সমীক্ষা এবং মূল্যায়ন।
অরুন কুমার আরও বলেন, সংঘের প্রধান কাজ হল সমাজের পরিবর্তন। সেই লক্ষ্যে গত ১০০ বছর ধরে কাজ করে চলেছে আরএসএস।